বিকেএমইএ’র নতুন পরিচালক হলেন গাজী শহিদুল্লাহ

47

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পরিষদের পরিচালক পদে অন্তর্ভুক্ত হয়েছেন সনেট টেক্সটাইল এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক গাজী মো. শহিদুল্লাহ। সম্প্রতি বিকেএমইএ’র সভাপতি এ.কে.এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় শূণ্য পদের বিপরীতে তিনি নতুন পরিচালক পদে অন্তর্ভুক্ত হন। গত ৪ মে বিকেএমইএ’র নবনির্বাচিত পরিচালক গাজী মো. শহিদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান বিকেএমইএ সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক আহম্মেদ নূর ফয়সাল ও চট্টগ্রাম কার্যালয়ের সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিনসহ আরও অনেকে। এ ব্যাপারে নব নির্বাচিত পরিচালক গাজী মো. শহিদুল্লাহ বলেন, বর্তমান করোনা সংকটে গার্মেন্টস শিল্পকে সুরক্ষা, নতুন বাজার সম্প্রসারণ, রপ্তানি প্রবৃদ্ধির হার বৃদ্ধি, নিট সেক্টরে অবকাঠামোগত উন্নয়ন, খাত ওয়ারী কমপ্লায়েন্স ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ বান্ধব শিল্প চেইন এবং সর্বোপরি শ্রম সৃশৃঙ্খল নিট সেক্টর গড়ার লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করে যাব।