বিএসএফআইসি’র শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান

12

 

গতকাল ১২ অক্টোবর চিনিশিল্প ভবনের বোর্ডরুমে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু সংস্থার ২০২০-২১ অর্থবছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে বিএসএফআইসি এবং এর আওতাধীন মিল/প্রতিষ্ঠান হতে ৩টি ক্যাটাগরিতে ২ জন র্কমর্কতা ও ১ জন কর্মচারীকে সম্মাননা সনদ ও চেক বিতরণ করেন। জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রকৌশলী মো. আল ওয়াদুদ আমিন, (ব্যবস্থাপনা পরিচালক, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, কুষ্টিয়া), মো. সাইফুল আলম, উপব্যবস্থাপক (সংস্থাপন, সদর দপ্তর) ও মো. জিলন খান, (এমএলএসএস) মানবসম্পদ বিভাগ, বিএসএফআইসি সদর দপ্তর, ঢাকা। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও বিএসএফআইসি’র পরিচালক (বাণিজ্যিক) মো. আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকোঁশল) মো. এনায়েত হোসেন, সংস্থার সচিব রুহুল আমিন কায়সার, অফিসার্স এসোসিয়েশন সভাপতি প্রকোঁশলী মো. আতাউর রহমান খান, বিএসএফআইসি কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি খোরশেদ আলম এবং সংস্থার বিভাগীয় প্রধানগণ। বিজ্ঞপ্তি