বিএসএইচআরএম’র সাধারণ সভা

10

বাংলাদেশের মানবসমপদ পেশাজীবিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) চট্টগ্রাম শাখার সাধারণ সভা এবং নির্বাচন গত ২৩ সেপ্টেম্বর নগরীর একটি রেস্টুরেন্ট লবিতে অনুষ্ঠিত হয়। নির্বাচনের পূর্বে বিএসএইচআরএম চট্টগ্রাম কনভেনিং কমিটির আহব্বায়ক আরিফ আহমেদ এর সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের বিগত দিনগুলোর কার্যাবলী এবং আর্থিক বিবরণী তুলে ধরেন কনভেনিং কমিটির সদস্য সচিব নোমান বিন জহিরউদ্দিন। সভায় বক্তব্য রাখেন বিএসএইচআরএম সভাপতি মাশেকুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম আপন। প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. ফরিদ সোবহানী, সভাপতি গোলাম নেওয়াজ বাবুল, প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ। নির্বাচনে ২২ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১৫ জন প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ২০২২-২৪ সেশনের জন্য নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্যগণ গণতান্ত্রিক পদ্ধতিতে আরিফ আহমেদকে সভাপতি, নোমান বিন জহিরউদ্দীনকে সহ-সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, জুনায়েদ করীব চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদক এবং ফারহানা আফরোজকে কোষাধ্যক্ষ নির্বাচন করেন। কার্যনির্বাহী সদস্য গণ হলেন : আতাউর রহমান, জাহিদ হোসেন ভূঁইয়া, আতিকুল আলম মজুমদার, হোসাইন সুমন, জনাব মহিউদ্দিন কাউসার, ইমরানুল হক, আব্দুল মোমেন, শোয়েব উদ্দিন, হামিদ হাসান ও আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।