বিএলএফ চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির অভিষেক

53

গত ১৮ অক্টোবর শুক্রবার বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠান নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুল’র সভাপতিত্বে ও মহানগর কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা। সভার শুরুতে বর্ণাঢ্য র‌্যালী ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা বিএলএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহ মো: আবু জাফর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএলএফ’র উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। আ.জ.ম নাছির উদ্দিন বলেন- বিএলএফ সর্বস্তরের শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলে। সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত এই শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ইতিহাস বর্ণনা করে তিনি চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দকে আত্মত্যাগের মাধ্যমে নিস্বার্থভাবে নির্যাতিত, নিপিড়িত মেহনতী মানুষের কল্যাণে কাজ করার আহব্বান জানান। এক্ষেত্রে তিনি বিএলএফ এর উপদেষ্টা হিসেবে বিএলএফকে সর্বাঙ্গীক সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন। সভায় শাহ মো: আবু জাফর বলেন, বিএলএফ একটি অরাজনৈতিক জাতীয় ও আন্তর্জাতিক শ্রকিক ফেডারেশন। তার এই মূলমন্ত্রের প্রমাণ আজকের এই অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দল মত নির্বিশেষে অনেক শ্রমিক নেতা ও মেহনতি শ্রমিক উপস্থিত আছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. দেলোয়ার হোসেন খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দিন, জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শফর আলী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাদাত হোসেন, বিভাগীয় বিএলএফ এর সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এসএম নাছিম, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মাঈনুদ্দিন, বিভাগীয় যুব কমিটির আহব্বায়ক মো: নুরুল আবছার তৌহিদ সহ মহানগর কমিটি, জেলা কমিটি, যুব কমিটি, বিভিন্ন ব্যাসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পদাকসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি