বিএম কন্টেইনার ডিপোতে সচেতনতামূলক প্রচারণা

62

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর উদ্যোগে ডেঙ্গু, গুজব ও জঙ্গী প্রতিরোধকল্পে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (নি.) রমিজ আহমদ, মো. নুরুল আকতার (ডিজিএম), মো. এনামূল হক (ম্যানেজার-অপারেশন), মোহাম্মদ হোছাইন (সিনিয়র এক্সিকিউটিভ-এডমিন)।
বক্তারা ডেঙ্গু, গুজব ও জঙ্গীর বিরুদ্ধে প্রতিটি মুহুর্তে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি কুচক্রিমহল ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের ফায়দা হাসিল করার জন্য দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তাতে আতঙ্কিত না হয়ে নিজ নিজ এলাকায় কোথাও যদি কোন অপরিচিত বা ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি বা আইন নিজ হাতে তুলে না নিয়ে দ্রæত পুলিশের সাথে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম (সিনিয়র এক্সিকিউটিভ-আইসিডি), মো. সালাউদ্দিন (একাউন্টেন্ট), রঞ্জন মহাজন, মো. ইউনুছ (ইনচার্জ-নিরাপত্তা), মো. আব্বস উল্লাহ সহ বিএম কন্টেইনার ডিপোর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি