বিএম এনার্জির সাথে যমুনা অয়েলের চুক্তি

40

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনসমূহে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বিপণনের লক্ষ্যে এবার এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বিএম এনার্জি (বিডি) লিমিটেড। এ নিয়ে গতকাল রবিবার বিকালে আগ্রাবাদ যমুনা ভবনে দুই পক্ষের মধ্যে অটোগ্যাস স্টেশন স্থাপন ও সরবরাহ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী ও বিএম এনার্জি (বিডি) লিমিটেডের পরিচালক মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মুস্তফা কুদরাত-ই-ইলাহি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) মো. আয়ুব হোসেন, মহাব্যবস্থাপক (এইচআর) মো. মাসুদ করিম, ডিজিএম (ফাইন্যান্স) খসরু আজাদ, ডিজিএম (অপারেশনস) জি ই মুঈদ, ডিজিএম (সেলস) মো. আব্দুস সবুর খান, বিএম এনার্জি (বিডি) লিমিটেডের পক্ষে ম্যানেজার (অটোগ্যাস) মোহাম্মদ ইয়াছিন ও এ.এম (অটোগ্যাস) নাছিরুল করিম ইফাজ প্রমুখ।