বিএমএফ মেধাবৃত্তি সম্পন্ন

80

বাংলাদেশ মানবাধিকার ফোরাম (বিএমএফ) মেধাবৃত্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয় । পটিয়ার উপজেলার এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় এবং আনোয়ারা উপজেলার আনোয়ারা চাতুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিক আখতার উদ্দিন রানা, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, বিএমএফ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম শহিদুল্লাহ রনি, শিক্ষাবিষয়ক সম্পাদক মো.কফিল উদ্দিন, সংগঠনের পটিয়া সভাপতি মুহাম্মদ ওসমান গণী, সিনিয়র সহ-সভাপতি রীব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম পারভেজ, টিনু কুমার নাথ, আব্দুল খালেক সঞ্জিৎ, মোহাম্মদ আরিফ ও ওমর ফারুক।
পরীক্ষার সমন্বয়কের দায়িত্ব পালন করেন শিক্ষিকা জেসমিন আক্তার, সাইমা আক্তার, পপি আক্তার, নাজমা আক্তার, মোহাম্মদ নাছির উদ্দিন প্রমূখ। আগামী ৩০ জানুয়ারি পরীক্ষায় উত্তীর্ণদের তিন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষা শুরুর আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিক আখতার উদ্দিন রানা বলেন- শিক্ষা সমৃদ্ধি চট্টগ্রাম গড়ার লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে বিগত ২০১৬ সাল থেকে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে অংশ নেবে এটাই আমার স্বপ্ন। খবর বিজ্ঞপ্তির