বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল করছে : লতিফ

18

দেশব্যাপী বিএনপি-জামায়াতচক্রের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফের উদ্যোগে গতকাল বিকেলে গণবিক্ষোভ ও গণমিছিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
চট্টগ্রাম-১১ আসনের প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর মিছিলগুলো বেপারিপাড়া এসে সমবেত হয়।
গণমিছিলটি আগ্রাবাদ এক্সেস রোড হয়ে বাদামতলী-চৌমুহনী মোড় হয়ে পাঠানটুলি রোড প্রদক্ষিণ করে কদমতলী মোড় এসে শেষ হয়।
এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমএ লতিফ এমপি বলেন, গণতন্ত্রের কথা বলে নৈরাজ্য ও ধ্বংসলীলা চালিয়ে বিএনপি-জামায়াতচক্র দেশকে অস্থিতিশীল করছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের ধারাবাহিক ষড়যন্ত্র শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও গণতন্ত্র নস্যাৎ করতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকরা তাদের এ ষড়যন্ত্র রাজপথে রুখে দিবো।
তিনি গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গণবিক্ষোভ মিছিলের প্রারম্ভে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী উপস্থিতি নেতা-কর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। এমএ লতিফ এমপির নেতৃত্বে গণমিছিলে আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ ছালেহ আহম্মেদ চৌধুরী, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও আাওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, ৩৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ জোবায়ের, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ আলী বক্স, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতাউল্লাহ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আসলাম, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলী আকবর, যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, লবণ শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, সহ-সভাপতি ফারুক মোল্লা, বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেন, বন্দর সিবিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ২৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাহিন সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, মহানগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, ব্যারিস্টার সুলতান কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফল আহছান শাহ, মহানগর ছাত্রলীগ’র সাবেক সহ-সম্পাদক মো. আরিফসহ প্রমুখ। বিজ্ঞপ্তি