‘বিএনপি-জামাত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে’

12

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শনিবার বিকাল ৪ টায় নগরীর হালিশহর বঙ্গবন্ধু চত্বরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম.আর. আজিমের দিকনির্দেশনায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোসলেহ্ উদ্দিন আহমেদ শিবলীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবুর সঞ্চালনায় শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও যুব সংগঠক আ.স.ম মঈনুল ইসলাম মনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, আদনান মাহফুজ সজিব, সাজ্জাদ হোসেন, সানি দে, শরীফ হোসাইন, সাঈদ রহিম, সোহেল ইমরান, আবু জাহান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, ফররুক আহমদ পাবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক মÐলীর সদস্য আবুল মনসুর টিটু, কবির আহমেদ, তুষার ধর, সাব্বির সাকির, আবু সৈয়দ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক স্বরুপ রায়, ছাত্রলীগ নেতা ফরহাদ হক, সৈয়দ তুহিন, নিয়াজ উদ্দিন সোহান, মিলন দাশ, মো. রফিক, তানজীব আহসান জীবু, কমার্স কলেজ জামাল উদ্দিন মাসুম, বন্দরথানা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত ইমরান, পাহাড়তলী থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুব্রত দাশ, সদরঘাট থানা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক শামীম হোসেন, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান, ইউসুফ জিত প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামাত দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। বিক্ষোভ মিছিলটি হালিশহর বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি