বিএনপির আন্দোলন ডিমপাড়া হাঁসের হাঁক-ডাক : তথ্যমন্ত্রী

11

পূর্বদেশ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডিম পাড়ার আগে হাঁস যেমন হাকডাক দেয়, আন্দোলনের নামে বিএনপিও একই রকম হাকডাক দিচ্ছে। এই হাকডাক হাঁসের ডিমপাড়ার মতোই। তারা একবার বলে শীতে আন্দোলন, আবার বলে গ্রীষ্মে আন্দোলন, আবার বলে বার্ষিক পরীক্ষার পরে আন্দোলন। বাস্তবে তারা কোনো আন্দোলনই করতে পারছে না।
গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত এখনও জ্বালানি নির্ভর। সমগ্র পৃথিবীতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে যে হারে দাম বাড়ানো হয়েছে আমাদের দেশে সেই হারে বাড়ানো হয়নি। বিদ্যুৎ খাতে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করছে। তাই এই ভর্তুকি কিছুটা কমানোর জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
জামায়াত ইসলাম ও হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হচ্ছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, এমন প্রশ্ন অবান্তর। খবর বার্তা সংস্থার