বিএনপিকে বাদ দিয়ে তাদের আর নির্বাচন করা সম্ভব নয়

4

বান্দরবান প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নাই। বিএনপিকে বাদ দিয়ে আর নির্বাচন করা সম্ভব হবে নয়। গতকাল মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা শহরের গ্র্যান্ড ভ্যালী হোটেল মিলনায়তনে ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ সমড়পতি চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত। এদেশে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, জ্বালানি, গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন ও বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিবহন ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এ অনির্বাচিত সরকার সচেতনভাবেই একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এক কর্তৃত্ববাদী, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করেছে। নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকারের বিধান বাতিল করায় ২০১৪ ও ১৮ সালের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়নি। ইভিএমকে ভোট চুরির মেশিন উল্লেখ করে তিনি বলেন, যে দেশে নির্বাচন কমিশনের উপর জনগণের মোটেও আস্থা নেই, সেই দেশে ইভিএম-এ ভোট গ্রহণ প্রশ্নই আসে না। রাতের ভোটে নির্বাচিত এই সরকারের হাজার কোটি টাকা লুটপাটের বিচার এ দেশের মাটিতেই হবে। জনগণই সেই বিচার করবে। দেশে জুলুমবাজ সরকার বেশিদিন টিকবে না। এ সরকারের পতন ঘটবে এবং ব্যালটের মাধ্যমেই এই সরকারের পতন হবে। তিনি বর্তমান সরকারের কাছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১০টি ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭টি রূপরেখার দাবি জানান। জেলা বিএনপির সভানেত্রী মাম্যাচিং’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক সহ সভাপতি লুসাই মং মারমা, যুগ্ম সম্পাদক রিটল বিশ্বাস, আবেদুর রহমান, সেলিম রেজা, মো. শাহাদাত হোসেন, বিএনপি নেতা টিমং প্রæ। এছাড়া জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বান্দরবান সদরসহ সাতটি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।