বিএইচএমএ এর বিজ্ঞান শীর্ষক সেমিনার

82

হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বি.এইচ.এম.এ) চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে গত ৯ সেপ্টেম্বর এসোসিয়েশনের পুরাতন গীর্জা কার্যালয়ে ক্যালকেরিয়া ফ্লোর ও কোনিয়ামের তুলনামুলক আলোচনা শীর্ষক বিজ্ঞান সেমিনার সংগঠনের সহ-সভাপতি ডা. মো. নুরুচ্ছফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সরকার প্রতিনিধি, মাসিক হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ডা. মো. শামশু উদ্দিন, ডা. ইসমাইল চৌধুরী, ডা. দিলীপ কুমার দে, ডা. নুরুল ইসলাম আনসারী, অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আলাউদ্দীন ভূঁইয়া। ডা. মো. ইয়াছিনের সঞ্চালনে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জহুরা আক্তান নাজমা, ডা. সমীরন চক্রবর্তী, ডা. নাহিদ, ডা. বিপ্লব শংকর ধর, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. হোসাইন সোহাগ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ক্যাল্কেরিয়া ফ্লোর গ্রন্থির বিবৃদ্ধি গ্রন্থিপ্রবাহ, অস্থিক্ষত, ক্ষত পেকে পুঁজ হয়ে উঠে। অর্শ হতে রক্তপা, মুখ দিয়ে রক্ত উঠা, চক্ষুছানি, নামে দুর্গন্ধ, উপদংশ, মস্তিষ্ক, স্তন বা জরায়ুর মধ্যে টিউমার, শীতকাতর, গরমে, উপশম, নড়াচড়ায় উপশম, সাধারণ ঠান্ডা ও বিশ্রামে কষ্ঠগুলি বৃদ্ধি পায়। কোনিয়ামের লক্ষণ নির্জনতার ভীতি, স্মৃতি শক্তির দূর্বলতা, মলত্যাগ বা মূত্রত্যাগ করতে গেলে অত্যন্ত বেগ দিতে হয়। বিজ্ঞপ্তি