বিএইচএমএ’র বিজ্ঞান সেমিনার

84

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বি.এইচ.এম.এ) চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে ৭ জানুয়ারি সোমবার এসোসিয়েশনের পুরাতন গীর্জা কার্যালয়ে ‘ব্রাইওনিয়া ও রাসটক্সের তুলনামুলক আলোচনা’ শীর্ষক এক বিজ্ঞান সেমিনার সংগঠনের সভাপতি এ্যাড. ডা. মো. ছমি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সরকার প্রতিনিধি ও হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ডা. সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, বিএইচএমএ চট্টগ্রাম জেলা সম্পাদক ডা. মো. শামশু উদ্দিন, হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডা. মো. ইসমাইল সিরাজী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শহিদ উল্লাহ কায়সার। ডা. আলাউদ্দিন ভূইয়ার সঞ্চালনে সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মন্টু কুমার শীল, ডা. মুহাম্মদ সরওয়ার উদ্দীন আরিফ, ডা. ছিদ্দিক আহম্মদ, ডা. আ.ক.ম রফিকুল ইসলাম, ডা. দিলীপ কুমার দে, ডা. মু. ফায়েক এনাম, ডা. কামরুল হাসান, এস. এম. শামসুদ্দিন, ডা. নাজমুল হক নোমান, ডা. বিপ্লব শংকর ধর, ডা. সৈয়দ মুস্তফা ইয়াছিন, রহিমা আকতার নিলু, ডা. জহুরা আক্তার, রীতা পাল, ডা. মো. হোসাইন সোহাগ প্রমুখ। বক্তারা বলেন, ডান ফুসফুস অধিক আক্রান্ত, আক্রান্ত স্থানে চেপে শুইলে আরাম, বুকে সূচ ফোটানো বেদনা, নড়াচড়ায় বৃদ্ধি কাশবার সময় বুক চেপে ধরে, চুপচাপ পড়ে থাকে, কোষ্ঠ কাঠিন্যে ও প্রবল পিপাসায় ব্রাইওনিয়া অত্যন্ত কার্যকর। বৃষ্টিতে ভিজে বা ঠান্ডা পানিতে অনেকক্ষণ কাজ করে বা কোন প্রকার ঠান্ডা লেগে জরে রাসটক্স ব্যবহারে সুফল পাওয়া যায়। বিজ্ঞপ্তি