বিএইচআরসি চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার অভিষেক

69

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ, ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা গত ২৯ জুন চট্টগ্রাম মহানগরীস্থ ফুলকি মিলনায়তনে সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি গভর্ণর আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে হাজী মো. বাবর আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বিপিএম। শুরুতে শপথ বাক্য পাঠ করান সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম। তিনি বলেন, মানুষের মূলত: জন্মগ্রহণের পর থেকে তার মানবাধিকারের প্রকাশ পায়। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ পরিবার এবং এলাকায় সুরক্ষায় সচেতন হয়ে মানবাধিকার সুরক্ষায় কাজ করি তাহলে অপরাধ নামক শব্দটি চিরতরে নির্মূল হয়ে যাবে। নিজ দায়িত্ব থেকে মানবাধিকার সুরক্ষায় সকলকে কাজ করতে হবে। প্রধান বক্তা ছিলেন বিএইচআরসি গভর্ণর সৈয়দ সিরাজুল ইসলাম সিআইপি। স্বাগত বক্তব্য রাখেন বিএইচআরসি মহানগর শাখার (উত্তর) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, বিএইচআরসি সিনিয়র ডেপুটি গভর্ণর আমিনুল হক বাবু, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বশর, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম চৌধুরী, এড. জোবাইদা ছরওয়ার চৌধুরী নিপা। বক্তব্য রাখেন সহ-সভাপতি লায়ন মো. ইব্রাহিম, নবাব হোসেন মুন্না, কে.এম রিয়াদ, নুরুল আমিন, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, এবিএম রাসেল, রেজাউল হায়াৎ খান, রিয়াজুল ইসলাম ভুট্টো, মুহাম্মদ আজিম উদ্দিন, জাহিদুল হাসান, শামসুজোহা আজাদ, শরীফুল ইসলাম শরীফ, জাহিদ তানছির, এড. রাশেদুল ইসলাম চৌধুরী, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, মো. মফিজ আলম, রাসেল চৌধুরী, হুমায়ূন কবীর মিন্টু, ইঞ্জিনিয়ার রেজাউল হায়াৎ খান, আবদুল কাইয়ুুম ফরহাদ, আনোয়ার উল্ল্যাহ, সৈয়দ ইরফানুল আলম, সরওয়ার আজাদ চৌধুরী, হারুন অর রশীদ, সাজ্জাদ মাহমুদ, জিয়া চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী মঈন, আলমগীর বাদশা, রিমন মুহুরী, শাহ আলম, জাহিদুল হাসান, দিদারুল আলম দিদার, আলাউদ্দিন, এড. রাশেদুল ইসলাম, তসলিমা নুর জাহান রুবি, পম্পি দাশ, শাহেদা আকতার, শিল্পী বসাক, বিবি ফাতেমা প্রমুখ। আলোচনা সভা শেষে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।