বায়েজিদ রোডে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

13

নিজস্ব প্রতিবেদক

নগরের বায়েজিদ বোস্তামি সড়কের শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদসহ ১৪ ব্যক্তিকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে বায়েজিদ থানাধীন টেক্সটাইল মোড় থেকে ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত ও নালা অবৈধ দখলমুক্ত করা হয়। এসময় ফুটপাত ও রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ ও দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে নগরীর মুরাদপুর মোড় থেকে বিবিরহাট পর্যন্ত হাটহাজারী রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।