বায়েজিদ আশেকানে আউলিয়া দরবারে মাহফিল

27

বায়েজিদ থানাধীন হাজীপাড়া আশেকানে আউলিয়া দরবার শরীফে মাসিক ওরসেকুল, উম্মেহাতুল মুমেনিন ফাতেমা জাহরা (রা.), ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.), ইমাম গাজ্জালী (রহ), মাওলানা জালালুদ্দিন রুমি (রহ) ও শাহসূফি কবির শাহ (রহ) স্মরণে মাহফিল গত ১৪ জানুয়ারি দরবারে গাউছুল আজম দস্তগির হলে অনুষ্ঠিত হয়।
আশেকানে আউলিয়া দরবার শরীফের সাজ্জাদানশিন পীরজাদা অধ্যক্ষ আল্লামা হাফেজ রিদুয়ানুল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বন্দর থানা শিক্ষা অফিসার মুহাম্মদ আরিফুর রহমান। মাহফিলে বক্তারা বলেন, আল্লাহকে পাওয়ার মাধ্যম বা উসিলা হচ্ছে আউলিয়ায়ে কেরাম।
আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে হলে ওলীদের শরণাপন্ন হতে হবে। ওলী মহাত্মা মনীষীদের জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব। আর পীরে তরিকত আল্লামা খায়রুল বশর হক্কানী (রহ) আলোকিত পরিশুদ্ধ মানুষ গড়ার কারিগর ছিলেন। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন, পীরজাদা মাওলানা হাফেজ আহমদুর রহমান হক্কানী, অধ্যক্ষ মাওলানা ড. হাফেজ মহিউল হক মুজাদ্দেদি, মাওলানা মাহমুদুর রহমান আলকাদেরী, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা ছালেহ আহমদ ওয়াজেদী, আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা নুরুল আবছার আলকাদেরী, মাওলানা মুহাম্মদ ইমরান, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা তসলিম উদ্দিন নেজাম, মাওলানা শহিদুল্লাহ চিশতি, মাওলানা সৈয়দ জাহেদ আলকাদেরী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন হক্কানী, মাওলানা মাঈন উদ্দিন হাসান, মুহাম্মদ ইমরান কোম্পানি, মুহাম্মদ নুরুল ইসলাম।
মিলাদ কিয়াম পরিবেশন শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরজাদা অধ্যক্ষ মাওলানা হাফেজ রিদুয়ানুল হক হক্কানী। বিজ্ঞপ্তি