বায়েজিদে প্রতারণায় টাকা আত্মসাতের অভিযোগ

13

নিজস্ব প্রতিবেদক

স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্কুল ও ব্যবসায় সমান পার্টনার করার প্রতিশ্রæতি দিয়ে ৩ কোটি টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ করেছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার সুলতান মার্কেটের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভূক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন। বায়েজিদ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মাজহারুল হক এমন প্রতারণা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান ব্যবসায়ী জসিম। লিখিত বক্তব্যে ভুক্তভোগী জসিম বলেন, বায়েজিদ প্রি-ক্যাডেট স্কুল এবং সুলতান মার্কেটের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার ফ্লোরের সমান অংশিদারিত্ব দেয়ার কথা বলে কয়েক দফায় প্রায় তিন কোটি হাতিয়ে নেন অধ্যক্ষ মাজহারুল হক। নিজের ব্যবসায়িক দোকান ও সহায় সম্বল বিক্রি করে কয়েক দফায় ২ কোটি ৬৭ লাখ টাকা দেয়ার পর হতে গত ১১ বছরে ব্যবসার অংশিদারিত্ব পাওয়া তো দূরের কথা বিনিয়োগকৃত অর্থেও কোন ধরনের লভ্যাংশও পাননি তিনি। বরং বিনিয়োগের মূল অর্থ ফেরত চাওয়ায় বর্তমানে প্রশাসনের মাধ্যমে তাঁকে সেখান থেকে উচ্ছেদসহ প্রান নাশের হুমকি দিচ্ছেন মাজহারুল হক।