বায়ু দূষণ নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ

12

মাত্রাছাড়া দূষণ দিল্লিতে। শুক্রবার ভারতের রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাতাসের গুণমান সূচক ৫০০ ছাড়িয়েছে। যাতে করে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী।
এই কঠিন পরিস্থিতির মধ্যেই আগামী রবিবার প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। অবশ্য সফরকারী কোচ রাসেল ডোমিঙ্গো বায়ু দূষণ নিয়ে মাথা ঘামাচ্ছেন না।
গত বৃহস্পতিবার ওপেনার লিটন দাস সহ কয়েকজন সাপোর্ট স্টাফের মাস্ক পরে মাঠে থাকা বেশ আলোচনার জন্ম দেয়। শুক্রবার ফাস্ট বোলার আল আমিন হোসেন, দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি ও কোচ ডোমিঙ্গোকেও দেখা গেছে মাস্ক পরে থাকতে।
২০১৭ সালে ভারত ও শ্রীলঙ্কার দিল্লি টেস্টের কথা উল্লেখ করে দিয়ে কোচ বলেছেন, ‘আমরা জানি, এখানে গতবার শ্রীলঙ্কানরা ভুগেছিল। আপনারা দেখবেন যে বাংলাদেশেও খানিকটা দূষণ রয়েছে। তাই খুব বেশি বিস্মিত হওয়ার মতো ব্যাপার এটা নয়। খেলোয়াড়রা কেবল খেলা নিয়েই আছে এবং তারা এনিয়ে খুব বেশি অভিযোগ করেনি।’


ডোমিঙ্গো যোগ করেছেন, ‘এটা কেবল তিন ঘণ্টার ব্যাপার। আস্তে আস্তে এটা সয়ে যাচ্ছে। হয়তো কারও চোখ জ্বালাপোড়া করছে, গলা জ্বলছে। কিন্তু এটা কোনও ব্যাপার না। কেউ তো মারা যাচ্ছে না।’
উপযুক্ত পরিবেশ না হলেও পরিস্থিতিটা দুই দলের জন্য একই বললেন কোচ, ‘মৃদু বাতাস নেই। ধোঁয়ার কারণে আবহাওয়া পরিস্থিতিও ভালো না। কিন্তু দুই দলের জন্যই একই অবস্থা। পরিবেশ উপযুক্ত নয়, আদর্শ নয়। কিন্তু এনিয়ে অভিযোগ না করে ম্যাচের দিকে মন দেওয়া উচিত।’ এনডিটিভি