বাড়ির পুকুরে সাকার ফিশ

32

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পাটানপাড়া গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সাকার ফিশ। গতকাল শনিবার দুপুরে চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আবদুল হক সলিমের পুকুরে তার ছোট ছেলে ব্যবসায়ী মৌলানা রহমত উল্ল্যা শাহীন মাছ ধরার জন্য জাল মারেন। এসময় অন্যান্য মাছের সাথে বিরল প্রজাতির সাকার ফিশও ধরা পড়ে। খবর পেয়ে সাকার ফিসটি দেখার জন্য তার বাড়িতে এলাকার লোকজন ভীড় জমায়।
চট্টগ্রামের পটিয়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, সাকার ফিশের আসল নাম সাকার মাউথ ক্যাটফিশ। এর বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকাসটোমাস। সাধারণত একুরিয়াম ফিশ, স্বল্পমাত্রায় অক্সিজেন ও নোংরা পরিবেশে বেচে থাকতে পারে তারা। খুব দ্রুত বংশও বৃদ্ধি করে এই প্রজাতির মাছ। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাছ থাকবে, সেগুলো সেখানকার দেশীয় প্রজাতির মাছের খাবার খেয়ে ফেলবে। অর্থাৎ দেশি প্রজাতির মাছগুলো শেষ পর্যন্ত খাবার কম পাবে, ক্ষতিগ্রস্ত হবে দেশি প্রজাতির মাছ। এই মাছ কোথাও পাওয়া গেলে মেরে মাটিতে পুতে ফেলতে হবে। কোনো জলাশয়ে ছাড়া যাবে না।