বাহোপ হাটহাজারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

14

 

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) হাটহাজারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১০ জুন সকালে হাটহাজারী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাহোপ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল কাদেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক (এনাম)। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বাহোপ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এমরান। সংগঠনের প্রচার সম্পাদক ডা. এমএম ফয়েজ উল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডা. এ.এইচ.এম জিয়াউল হক, মোহাম্মদ শহীদুল আযম, ডা. গোলাম মোস্তফা চৌধুরী, বাহোপ রাউজান উপজেলা শাখার সভাপতি ডা. সুজিত কুমার পাল, ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক ডা. বঙ্কিম চন্দ্র নাথ, প্রভাষক ডা. আবুল ফজল তালুকদার, ডা. মোহাম্মদ লোকমান, ডা. মোশারফ হোসাইন, অধ্যাপক ডা. অলি আহাদ চৌধুরী, ডা. সৈয়দ আবুল ফরাহ, ডা. আবদুল্লাহ আল-মহসীন, ডা. মোহাম্মদ আলী, ডা. মোহাম্মদ সেলিম উদ্দিন, ডা. এইচএম ওমর ফারুক, ডা. ফেরদৌস বেগম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠ করেন ডা. মাওলানা মঈন উদ্দিন, জ্যোতি রুদ্র, ডা. রনি বড়ুুয়া। সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ এবং নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য, প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক (এনাম)। কাউন্সিলর অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে কণ্ঠভোটে অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল কাদেরকে সভাপতি ও ডা. মোহাম্মদ এমরানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট বাহোপ হাটহাজারী উপজেলা কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি