বাহরাইন সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

3

 

গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর সর্বোচ্চ কর্মকর্তা পর্যায়ের সফরে বাহরাইনে পৌঁছেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে গেছেন তিনি। বৃহস্পতিবার মানামায় ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করবেন লাপিদ। এছাড়া বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হবে এই সফরে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এটাই হবে ইসরায়েলি কোনও মন্ত্রীর প্রথম (বাহরাইন) সফর। ইয়ার লাপিদের অবতরণের পর বাহরাইনের এয়ারলাইন্স গালফ এয়ার মানামা এবং তেল আবিবের মধ্যে প্রথম সরাসরি ফ্লাইট চালু করেছে।