বাহরাইনের কাছে হেরেই শুরু বাংলাদেশের

31

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে কখনও বাছাই পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। ব্যর্থতা কাটাতে এবার আটঘাট বেঁধে নেমেছে লাল-সবুজ দল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কাতারে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করেছে, দুটো স্থানীয় ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছে। কিন্তু কাতার থেকে বাহরাইনে গিয়েই পরাজিত জেমি ডে’র শিষ্যরা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হার মেনেছে স্বাগতিক দলের কাছে।
বাংলাদেশের সৌভাগ্য, খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ থাকলেও একটির বেশি গোল পায়নি বাহরাইন। গোলটি অবশ্য হয়েছে রক্ষণভাগের ব্যর্থতায়।
২১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা মাইনাস ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। বলে চলে যায় বাহরাইনের অধিনায়ক ইউসুফ হারদানের কাছে। জোরালো শটে গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন হারদান। প্রথমার্ধে আরও গোল হতে পারতো। তবে গোলকিপার জিকোর দৃঢ়তায় গোল খায়নি বাংলাদেশ।
বাংলাদেশের পরের ম্যাচ আজ রবিবার ফিলিস্তিনের বিপক্ষে। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ফিলিস্তিন ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন, সেরা চার রানার্স-আপ এবং আয়োজক থাইল্যান্ডকে নিয়ে আগামী বছর হবে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের চূড়ান্ত পর্ব।