বাস সার্ভিসের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

16

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে চক্রাকার বাস সার্ভিসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিলের সামনে অবস্থান নেয় তারা। এসময় তারা এ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে প্রতিনিয়ত সিএনজিওয়ালা ও স্থানীয়দের দ্বারা হামলার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এখন দাবি হচ্ছে ক্যাম্পাসে চক্রাকারে বাস সার্ভিস চালু করতে হবে। বাস চালু হয়ে গেলে আর সিএনজিওয়ালাদের ধার ধারতে হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে একসময় বাস চলত। ২৫ বছর আগে কিন্ত খরচ কমানোর ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ক্যাম্পাসে বাস চলাচল (ইঞ্জিনচালিত যানবাহন চলাচল) সীমিত করা হয়। ঐ সময় শিক্ষার্থীদের জন্য যে বাসগুলো চলত তা বন্ধ করা হয়।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা বাস চালু করার জন্য ইউজিসির নিকট আবেদন জানাব।’