বাসায় ফিরতে গণি বেকারির বেলা বিস্কুট! নোংরা পরিবেশ, দেড় লাখ টাকা জরিমানা

76

দুইশ বছরের ঐতিহ্য নিয়ে বেলা বিস্কুট তৈরি করছে গণি বেকারি। অফিস শেষে বেলা বিস্কুট নিয়ে বাসায় ফিরতে কর্মজীবীদের ভিড় জমে বেকারিটিতে। কিন্তু কিভাবে বেলা বিস্কুট তৈরি হয়? পরিবেশ কতটুকু স্বাস্থ্যকর ? এমন প্রশ্নের জবাব এতোদিন উহ্য থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে বাস্তব চিত্র। বেলা বিস্কুটসহ প্রতিটি বেকারি পণ্য তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। এ অপরাধে দেড় লাখ জরিমানা আদায় করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন তিনি। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট তৈরির জন্য গণি বেকারির বিরুদ্ধে মামলা দিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সিরাজুদ্দৌলা রোডের সাব এরিয়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আঞ্জুমান সেন্টারের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।