বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই

68

ভবিষ্যত প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর জন্য বেশি বেশি বৃক্ষরোপন করার আহব্বান জানিয়েছেন মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। তিনি বাংলাদেশ কৃষকলীগ মোহরা ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও চারা গাছ বিতরণ কর্মসূচিতে একথা বলেন। তিনি আরো বলেন, ‘বিশ্ব জুড়ে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তা রোধ করতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। বৃক্ষ নিধনের ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। যার ফলাফল বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, আবার শীতের সময় প্রচুর বৃষ্টি হচ্ছে। পরিবেশের এ বিরূপ প্রভাব থেকে বাঁচতে হলে বেশি বেশি গাছ রোপন করতে হবে। কারণ মানবজীবনে বৃক্ষ হচ্ছে মানুষের সবচেয়ে ভালোবন্ধু। সতেজ অক্সিজেন কেবল বৃক্ষই দিয়ে থাকে। তাই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি বৃক্ষ রোপনের বিকল্প নেই।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহরা ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, মহানগর কৃষক লীগের সহসভাপতি সুজাউদ্দিন বাবু, মো. নাছির উদ্দিন, শেখ আহম্মদ, মো. আলমগীর, আজম খান, যুবলীগ নেতা মো. হারুন, সৈয়দ আরিফ, মো. বাদশা, মো. সালাউদ্দিন, সাহেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগ সদস্য ইমাম উদ্দিন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, মো. সাকিব, মোস্তফা কামাল, কায়সার উদ্দিন, তৈহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি