বাসবো ভালো মাকে

54

একটি মানুষ মুখটি বুজে
খেটেই খুশি ক্লান্তিহীন,
বাইরে ঘরে কাজের পরে
কাজ করে যায় রাত্রিদিন।

বিনিময়ে চায় না কিছু
পায় না কিছু জীবনভর,
আমরা সফল হলেই তবে
হেসে ওঠে তার অন্তর।

সফলতায় যেমন খুশি
তেমনি আবার ব্যর্থতায়-
সেই সে মানুষ মুষড়ে পড়ে
সবচে’ বেশি কষ্ট পায়।

আমরা নিজের অজান্তে তাও
উঠতে বসতে সারাক্ষণ-
দুষ্টুমি আর অবাধ্যতায়
তাকেই করি জ্বালাতন।
সুখে দুখে আমরা মুখে
হয়তো তাকে ডাকি মা,
আমরা তবু অনেকে তার
মনের খবর রাখি না।

তাদের দলে থাকবো না আর
থাকবো না সেই ঝাঁকে আজ,
‘ভালোবাসি’ বলেই তবে
চমকে দেব মাকে আজ।

শপথ নেব আমরা মাকে
বাসবো ভালো আজীবন
জানবো এবং মানবো সবাই
মার মতো কেউ নেই আপন।