বাসদ চট্টগ্রাম জেলা শাখার প্রতিবাদ সমাবেশ

43

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা শাখা প্রতিবাদ সমাবেশ করেছে। বকেয়া বেতন-ভাতা এবং রোজার সময়ে অফিসের সময় পুনঃনির্ধারণের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের উপর নিরাপত্তারক্ষী, আনসার এবং পুলিশের গুলিবর্ষণে পাঁচজন শ্রমিকের মৃত্যু এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনায় দায়ীদের শাস্তি, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ শ্রমিকদের উত্থাপিত দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গতকাল বিকাল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য নুরুল হুদা নিপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি রায়হান উদ্দিন।
সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক ঋজু লক্ষী। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের নামে সকল মামলা প্রত্যহার করে তাদের সকল দাবি মেনে নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানান। বিজ্ঞপ্তি