বাল্যবিবাহ প্রতিরোধে ওরিয়েন্টেশন

10

 

চট্টগ্রাম জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার ‘মাস্টার ট্রেইনার পুল’ গঠন করা হয়েছে। এ উদ্দেশ্যে গত বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মাস্টার ট্রেইনার পুলের সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপী একটি ওরিয়েন্টেশন সভা আয়োজন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে এই প্রশিক্ষক ওরিয়েন্টেশন আয়োজন করে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা। এতে মাস্টার ট্রেইনার পুলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাধবী বড়ুয়া, চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, পটিয়ার সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, সহকারি কমিশনার নাঈমা ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসা’র উপপরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘কমবেটিং আর্লি ম্যরেজ ইন বাংলাদেশ’ প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মো. ওমর শাহেদ হিরো। বিজ্ঞপ্তি