বাল্যবিবাহকে না বলুন

29

 

আমাদের গ্রামীণ সমাজ এখনও বাল্যবিবাহ সম্পর্কে সচেতন নয়। মেয়ে বড় হলেই বিয়ের জন্য মা-বাবারা চিন্তিত হয়ে পড়েন। তাঁরা একবারও ভাবেন না এই মেয়ে বিয়ের পরে সাংসারিক জীবন পরিচালনার জন্য কতটুকু উপযুক্ত। এই মেয়ের পক্ষে সন্তান জন্মদান এবং লালন পালন করা সম্ভব হবে কি না। আর এই বাল্যবিবাহের ফলে একটি মেয়ের জীবনে নেমে আসে অন্ধকার। যখন একটি মেয়ের স্কুলে যাওয়ার কথা ছিল তখন সে রান্নার কাজে ব্যস্ত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীশিক্ষা। তাই নারীদের পুরুষের সমকক্ষ হিসেবে তৈরি করতে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হলে আমাদের সমাজে সচেতনতা বাড়াতে হবে। কোথাও বাল্যবিবাহ হলে সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সঞ্জয় চক্রবর্ত্তী
আমিলাইস, সাতকানিয়া।