বালির জি২০ সম্মেলনে ‘সশরীরে থাকবেন শি-পুতিন’

11

চীনের শি জিনপিং আর রাশিয়ার ভ্লাদিমির পুতিন উভয় নেতাই নভেম্বরে বালিতে হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। “শি (ইন্দোনেশিয়ায়) আসছেন। প্রেসিডেন্ট পুতিন আমাকে বলেছেন, তিনিও আসছেন,” জোকোয়ি নামে পরিচিত উইদোদো বøæমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেইনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু এবং তাইওয়ান ঘিরে উত্তেজনা চরমে পৌঁছার পর বালিতেই প্রথম বিশ্ব নেতাদের বড় সম্মেলন হতে যাচ্ছে। আগামী তিন মাস কোথাও না গেলে ২০২০ সালের জানুয়ারির পর নভেম্বরের ওই সম্মেলনই দেশের বাইরে শি’র প্রথম গন্তব্য হতে পারে। কোভিড মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত চীনা এ প্রেসিডেন্ট কেবল একবারই চীনের মূল ভূখÐের বাইরে বের হয়েছিলেন; চীনের কাছে হংকংয়ের ফিরে আসার ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ১ জুলাই তিনি শহরটিতে গিয়েছিলেন।