বার বার কেন বোল্ড হচ্ছেন তামিম

24

দলের সেরা ব্যাটসম্যান অথচ পাচ্ছেন না রান। যার ওপর সবচেয়ে বেশি প্রত্যাশা সেই তামিম ইকবাল হতাশ করছেন বার বার। হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে এ বাঁহাতি ওপেনারের আউট হওয়ার ধরণ- টানা ৬ ম্যাচে বোল্ড!
বিশ্বকাপের শেষ চার ম্যাচে বোল্ড হওয়া তামিম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও সেই ধারা ধরে রেখেছেন। শুক্রবার প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই লাসিথ মালিঙ্গার দারুণ এক ইয়র্কারে বোল্ড হন। দ্বিতীয় ওয়ানডেতে মালিঙ্গা ছিলেন না; তবে তার দেখানো পথে হেঁটেছেন অন্য পেসাররা।
লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ ইয়র্কার মেরে তামিমকে বোতলবন্দী করে রাখেন শুরু থেকেই। আরেকপ্রান্ত থেকে তার উইকেটটি তুলে নেন ইসরু উদানা। এ বাঁহাতি পেসারের অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে ভেতরে টেনে আনেন তামিম। ৩১ বল খেলে ১৯ রান করে ফেরেন সাজঘরে।