বার্সেলোনা ছাড়ার খবরে মেসি ক্ষুব্ধ

34

বার্সেলোনার সঙ্গে সামনের বছরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। একটি স্পেনীয় রেডিওর দাবি, চুক্তি নবায়নের আলোচনা বাতিল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তা থেকেই জল্পনা ছড়িয়েছে, তিনি আর বার্সেলোনায় থাকতে চান না।
স্পেনীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে এমন তথ্য যে, মেসির কথাতেই তাতা মার্তিনোর চাকরি গিয়েছিল। তাঁর কথাতেই নিয়ে আসা হয় বর্তমান ম্যানেজার কিকে সেতিয়েনকে। এ সব জল্পনা একেবারেই মেনে নিতে পারছেন না বার্সা মহাতারকা। স্পেনেরই কয়েকজন সাংবাদিকের লেখা থেকে জানা যাচ্ছে, এমন সব জল্পনা ছড়ানো নিয়ে এবং তাঁকে সর্বময় কর্তা সাজিয়ে ক্রমাগত খলনায়ক হিসেবে দেখানোর চেষ্টায় তিনি ক্ষুব্ধ এবং হতাশ। সেই কারণেই বিকল্প পথের কথা ভাবতে পারেন। সম্প্রতি স্পেনে আয়কর নিয়ে আইনি জটিলতার মুখে পড়া এবং সম্ভাব্য হাজতবাসের আতঙ্ক তৈরি হওয়ার পরেও মেসির দল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়। পেপ গুয়ার্দিওলা ঠিক সেই সময়েই দায়িত্ব নিচ্ছিলেন ম্যানচেস্টার সিটির। প্রবল জল্পনা শুরু হয়, প্রাক্তন গুরুর কাছে কি ফেরত যাবেন মেসি? শেষ পর্যন্ত তিনি ক্যাম্প ন্যু-তেই থেকে যান। এবার কী হবে? প্রশ্ন ফুটবল দুনিয়ার।