বার্সেলোনার জয়ে মেসির রেকর্ড গোল

21

স্লাভিয়া প্রাগের মাঠে স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। শুরুতেই লিওনেল মেসির রেকর্ড গোল। বিরতির পর প্রতিপক্ষ সমতায় ফিরলে আত্মঘাতী গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ২-১ গোলের জয়ে ‘এফ’ গ্রæপে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই স্লাভিয়াকে আড়ষ্ট করে রাখে বার্সেলোনা। আর তৃতীয় মিনিটেই আর্থারের সঙ্গে ওয়ান টু পাসে তাদের পেছনে ফেলেন মেসি। এই গোলে আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়েন। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫টি চ্যাম্পিয়নস লিগে অন্তত একটি গোল করার রেকর্ড গড়েছেন মেসি। একই সঙ্গে টুর্নামেন্টে প্রথম তিন মিনিটে সর্বোচ্চ গোলের (৩) রেকর্ডে ভাগ বসান রিয়াল মাদ্রিদ লিজেন্ড রাউলের সঙ্গে।
বার্সা এক গোলে এগিয়ে যাওয়ার পর স্লাভিয়া তাদের চেপে ধরে। স্বাগতিকরা তিনটি সুযোগ নষ্ট করে প্রথমার্ধে। অবশ্য বিরতির পর গোল পেয়ে যায় স্বাগতিকরা। ৫০ মিনিটে লুকাস মাসোপুস্তের দুর্দান্ত পাসে জ্যান বোরিল লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ৭ মিনিট পর লুই সুয়ারেসের আড়াআড়ি শট বিপদমুক্ত করতে গিয়ে পিটার ওলায়িঙ্কা নিজের জালে বল জড়ান।