বার্সা থেকে বায়ার্নে কৌতিনিয়ো

26

বার্সেলোনা থেকে ধারে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। দুই ক্লাব এ নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বলে শুক্রবার রাতে জানানো হয়েছে। শুক্রবার দলের সঙ্গে আথলেতিক বিলবাওয়ে লা লিগার প্রথম ম্যাচে খেলতে যাওয়া কৌতিনিয়োকে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। পরে বার্সেলোনার এক পরিচালক তাকে ধারে বায়ার্নে পাঠানো হবে বলে জানান। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের ক্রীড়া পরিচালক জানান, এক বছরের জন্য ধারে নেওয়া কৌতিনিয়োকে কেনারও সুযোগ রাখা হয়েছে। মেডিকেল পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে ২৭ বছর বয়সী কৌতিনিয়ো বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ক্লাবটির রেকর্ড ১২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে। ব্রাজিলের হয়ে ৫৬টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন কৌতিনিয়ো। বার্সেলোনায় সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৬টি ম্যাচে ২১ গোল করা কৌতিনিয়ো দলটির হয়ে জিতেছেন লা লিগার দুটি শিরোপা। তবে দলে বড় প্রভাব রাখতে পারেননি।
প্রথম ম্যাচে বায়ার্নের হোঁচট
পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানদোস্কির জোড়া গোলেও বুন্দেসলিগার প্রথম ম্যাচে জয় অধরা রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। পচা শামুকে পা কাটার মতোই বুন্দেসলিগার ওপেনিং ম্যাচে গত মৌসুমে একাদশ স্থানে শেষ করা হারথা’র বিরুদ্ধে ২-২ গোলে আটকে গেল বায়ার্ন। গত মৌসুমে জোড়া ঘরোয়া ট্রফি (বুন্দেসলিগা, জার্মান সুপার কাপ) জয়ের স্বাদ গায়ে মেখেই শুক্রবার ঘরের মাঠে নয়া মৌসুমের সূচনা করে নিকো কোভাচের ছেলেরা। বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনহোকে লোনে একবছরের জন্য এদিন কার্যত নিশ্চিত করে ফেলেছে জার্মান জায়ান্টরা। ২৪ মিনিটে সার্জ ন্যাবরির ক্রস থেকে লেওয়ানদোস্কির গোলে ম্যাচে এদিন লিডও নেয় ২৯ বারের লিগ জয়ীরা। কিন্তু মাত্র ১২ মিনিট স্থায়িত্ব হয় বায়ার্নের সেই লিড। ৩৬ মিনিটে দোদি লুকেবাকিওর দূরপাল্লার শট এক এক সতীর্থের গায়ে লেগে প্রতিহত হয়েও খুঁজে নেয় গোলের ঠিকানা। ঠিক দু’মিনিট বাদে প্রতি-আক্রমণে বায়ার্ন রক্ষণের ফাঁক খুঁজে হারথাকে এগিয়ে দেন মার্কো গ্রুজিচ।