বারঘোনা-মিশন সড়কের বেহালা অবস্থা

27

বারঘোনা-মিশন হাসপাতাল সড়কের বেহাল অবস্থার কারনে জনসাধারন ও যান চলাচলে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে এ সড়কের দোভাষী বাজার মুখ হতে মিশন হাসপাতাল ও বারঘোনা প্রবেশ মুখে সড়কের অবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখানে সড়কের ইট সিমেন্টের ঢালাই উঠে লোহার রড গুলো বেরিয়ে এসেছে। খানাখন্দে ভরা সড়কে বেরিয়ে আসা রড গুলোর কারনে জনসাধারনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এসব লোহার রড অনেকের পায়ে ঢুকে আহত হওয়াসহ যানবাহনের চাকা পাংচার হওয়ার ঘটনা ঘটছে অহরহ। সড়কটির দ্রæত সংস্কার কাজ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংঙ্কা করছে এলাকাবাসী। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খেয়াং বলেন, সড়কের এ অংশটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য লোকজন হাসপাতাল ও কর্ণফুলী পেপার মিলে ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে।
বিশেষ করে হাসপাতালে মুমূর্ষ রোগী আনা নেয়ার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি নিয়ে হাসপাতালে আনতে হচ্ছে। জরুরী ভিত্তিতে এ সড়কের সংস্কার কাজ করা প্রয়োজন। ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, এ সড়ক ও সড়কের পাশের নদী ভাঙ্গন এলাকা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজেট বরাদ্দের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। ইতিমধ্যে নদী ভাঙ্গন এলাকার সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। সড়কটির সংস্কারের কাজও সহসাই করা হবে বলে তিনি জানান।