বারখাইন জামেয়া জুমহুরিয়া মাদরাসায় সালানা জলসা সম্পন্ন

16

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বারখাইন জামেয়া জুমহুরিয়া (ডিগ্রী) মাদরাসা ও এতিমখানার ৫০ তম বার্ষিক সালানা জলসা ৪ ফেব্রুয়ারি , শনিবার মাওলানা আবদুল হালিম রেজবীর সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রিদোয়ানুল হক, মাওলানা আবদুর রহমান আল কাদেরী, মাওলানা ফজলুল করিম আনোয়ারী সহ ম্যানেজিং কমিটির সিনিয়র ব্যক্তিবর্গ ও অসংখ্য জ্ঞানীগুণী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আজহারী। বিশেষ আলোচক ছিলেন, চুন্নাপাড়া মুনিরুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিদ্দীন হাশেমী ও মাওলানা মাহমুদুল হক আল-কাদেরী সহ অসংখ্য আলেম ওলামা।
স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র মাওলানা আশেকুর রহমান মুনিরী ও মাওলানা জাহাঙ্গীর আলম আল-কাদেরী। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা অর্জনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানটি হাঁটিহাঁটি পা পা করে আজ ৫০ বছরে পদার্পণ করেছে। ৫০ বছরের সোনালি অর্জনগুলো সত্যিই প্রশংসার দাবিদার। খতমে খাজেগান, খতমে কোরআন, মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল দ. ও বোখারী শরীফের খতম ও শিক্ষার্থীদের নানান শিক্ষামূলক কর্মসূচি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ছোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী চৌধুরী।