বাবার গড়া

35

বাবার হাতেই সব পেয়েছি
মেলার পুতুল,বাঁশি,
বাবার হাতে হাতটি রেখে
ছড়িয়ে দিতাম হাসি।

বাবার পায়ে পা মিলিয়ে
যেতাম নদীর ধার,
বাবার আঙ্গুল ইশারাতে
পথ হয়েছি পার।

বাবার কোলে চড়েই চিনি
দোয়েল, শ্যামা পাখি,
খেলতে মাঠে সবার সাথে
বাবাই নিত ডাকি।

এমনি করে তাঁর দেখাতেই
হলো জগত চেনা,
কিন্তু বাবা আগের মতো
বের হতে পারছে না।

সবাই বলে দেখতে তুমি
ঠিক বাবারই মতো,
আমি বলি আমার ভুবন
বাবার গড়া যতো।