বাফুফের নতুন মৌসুমের সূচি

34

ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের খেলা চলছে এখন। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ঘরোয়া মৌসুমের দলবদল ও খেলার সময়সূচি নির্ধারণ করে ফেললো। সামনের মৌসুমের জন্য আগামী ১৬ আগস্ট থেকে হবে দলবদল, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
২১ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আর প্রিমিয়ার লিগ ডিসেম্বরে শুরু হয়ে শেষ হবে ২০২০ সালের মে মাসে। তবে চলতি প্রিমিয়ার লিগ ১২ আগস্ট শেষ করার সময় নির্ধারণ করা থাকলেও তা এগিয়ে আনার কথা বলা হয়েছে। আগামী ৩১ জুলাই লিগ শেষ করার পক্ষে বাফুফে।

স¤প্রতি জাতীয় বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে। কাজী নাবিল আহমেদ এই বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছেন, ‘এই অর্থ বরাদ্দের জন্য আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারের কাছে কৃতজ্ঞ। এই অর্থ জাতীয় দল, মহিলা দল ও ডেভেলপমেন্টের পেছনে ব্যয় হবে।’