বাপ্পি লাহিড়ীর আবদারে ২টি গান লিখে দিয়েছিলাম

12

সংগীত জগতে একের পর এক নক্ষত্র পতন। এই মাসেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী। গত সোমবার দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কিংবদন্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকেই তিনি শেয়ার করলেন পুরনো স্মৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ী মন কেড়েছিলেন। তাঁর গানগুলো আজকের ছেলে-মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’র মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দুটো গান লিখে দিও। আমি গাইব। গান লিখেও দিয়েছিলাম। কোনো কারণে হয়তো সময় পাননি, তার গেয়ে ওঠা হয়নি। সন্ধ্যাদিও মারা গেলেন, খারাপ লাগে।’