বাপসা’র সংহতি সমাবেশ

23

 

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) এর উদ্যোগে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, পরিবেশ সুরক্ষার প্রত্যয়ে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্ববায়ক ও বাপসা’র প্রধান উপদেষ্টা মাহমুদুর রহমান মান্না। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের ১৭ কোটি মানুষ আজ একদলীয় শাসনে অতিষ্ঠ। মানচিত্র রক্তাক্ত, সা¤প্রদায়িক সম্প্রীতি, মানবতা, গণতন্ত্র, পরিবেশ সুরক্ষা সর্বাগ্রে ভূলুন্ঠিত। এজন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। দ্রব্যমূল্য বাড়ছে।
প্রধান বক্তা বাপসা’র উপদেষ্টা খায়রুল কবির খোকন বলেন, পরিবেশ দূষণ, শোষণ, লুন্ঠন, দুর্নীতি, খুন-গুম, দুঃশাসনের বিরুদ্ধে ৯০ এর চেতনায় সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, বাংলাদেশের নদীসমূহ ক্রমাগত ধ্বংস হয়ে যাচ্ছে, দখল দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত হয়ে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। একসময় সুজলা-সুফলা বাংলাদেশের প্রাণ ছিল এদেশের নদীসমূহ। কিন্তু প্রতিনিয়িত মানুষ পরিবেশ বিরুদ্ধ কর্মকান্ডের কারণে প্রাকৃতিক উৎপাদিকা শক্তির ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সামগ্রিকভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে।
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনে সাধারণ সম্পাদক প্রফেসর ড. শ্রীমান বড়ুয়ার পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপসা’র সহ সভাপতি হেলাল শিকদার, প্রকৌশলী নেওয়াজ উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আজিজুর রহমান আশিক, অর্থ সম্পাদক সুব্রত মহাজন প্রমুখ। বিজ্ঞপ্তি