বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন

4

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, “বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস’। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আজ এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর যদি জাতির স্বার্থের চিন্তা না থাকত, তাহলে বাঙালি জাতি শোষণ হতে মুক্তি হত না। আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি, শেখ হাসিনা সুদক্ষভাবে দেশ পরিচালনা করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশ অনেক দূর পিছিয়ে গিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন থেমে থাকেনি।”
গতকাল বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা শহরের রাজার মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে ছাত্রলীগ গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভ‚মিকা রাখে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভ‚মিকা প্রশংসনীয়। গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে যুদ্ধাপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে অগ্রণী ভ‚মিকা রেখেছে।”
মন্ত্রী আরো বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগের ৭২ বছরের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। সুন্দর দেশ ও জাতি গঠনে এই ছাত্র সমাজকেই অগ্রণী ভ‚মিকা রাখতে হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ইসলাম বেবি, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মো. রাকিব হোসেন, কেন্দ্রীয় নেতা রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, জেলা ছাত্রলীগের নেতা আশীষ বড়ুয়া প্রমুখ।
এছাড়া সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন সম্পাদক লক্ষী পদ দাশ, সংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামছুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।