বান্দরবান আ.লীগের প্রস্তুতি সভা

19

বান্দরবানের দুইটি পৌর সভার নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃস্পতিবার পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যাচিং চৌধুরীসহ আওয়ামী অঙ্গ সংগঠন ও লামা উপজেলা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সভায় অতিথিরা সামনে পৌরসভা নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করেন এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন। বৈঠকে সকল নেতৃবৃন্দ সম্প্রীতির বান্দরবানে সুষ্ঠু সম্পূর্ণভাবে নির্বাচন নিশ্চিতকরণের লক্ষ্যে সবাই মিলেমিশে দলবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী লামা পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর লামা পৌরসভাসহ ৬১টি পৌরসভার তফশীল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুযায়ী লামা পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারী।