বান্দরবানে স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিসের মহড়া

17

বান্দরবানে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে সদর হাসপাতাল চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় মহড়ায় সিভিল সার্জন ডা. অংসুইপ্রæ মার্মা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মো. শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, স্টেশন অফিসার মো. শাফায়েত হোসেনসহ সদর হাসপাতালের বিভিন্ন ডাক্তার, নার্স এবং রেডক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। এদিকে মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকাÐ সংঘটিত হলে কিভাবে দ্রæততার সাথে নিজ নিজ কর্ম সম্পাদন করতে হবে তার উপর প্রশিক্ষণ প্রদান করেন এবং এসব দুর্ঘটনার সময় জনগণকে তাড়া না করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া এবং প্রাথমিক নিরাপত্তা ও চিকিৎসা সর্ম্পকে ধারণা দেন।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প অনুভূত হলে আতংকিত ও দিশেহারা না হয়ে ধৈর্য্য ধরে পদক্ষেপ নেয়া এবং সকলকে বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করার জন্য অনুরোধ জানান।