বান্দরবানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

5

মো. শাফায়েত হোসেন, বান্দরবান

মহামারি করোনার কারণে এক ধরনের ঘরবন্দি ছিলেন শিক্ষার্থীরা। ইচ্ছা থাকলেও চিরচেনা বিদ্যাপীঠে পা রাখতে পারেননি। শুধুই ছিলেন অপেক্ষায়। অবশেষে দীর্ঘ প্রায় ১৮ মাস অপেক্ষার পর সেই অবসান ঘটল গত ১২ সেপ্টেম্বর। সকাল থেকেই শিক্ষার্থীরা ছুটে চলেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে। বিদ্যালয়ের সেই চিরচেনা ঘন্টার শব্দটিও কানে ভেসে আসে। শিক্ষার্থীরা মেতে ওঠেন আনন্দ-উল্লাসে, দীর্ঘদিন পর প্রথম ক্লাস করলেন শিক্ষার্থীরা। গত ১২ সেপ্টেম্বর সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে বান্দরবানে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। সকাল সাড়ে ৭টায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বিদ্যালয়, বান্দরবান কালেক্টরেট স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে স্কুলে প্রবেশ করছে শিক্ষার্থীরা। প্রাণ ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যাপীঠ। শ্রেণিকক্ষে বইছে আনন্দ আর উল্লাস। শুধু তাই নয়, শ্রেণিকক্ষে ঢুকে রোলকল করতেই কানে ভেসে এলো সেই চিরচেনা শব্দ উপস্থিত স্যার। যা শিক্ষকরা শুনলেন ১৮ মাস পর। তাই শিক্ষার্থীদের পাশাপাশি উচ্ছ্বসিত শিক্ষকরাও। স্কুলের প্রবেশ পথে ছিল মাক্স, হাত ধোঁয়ার ব্যবস্থা ও মেডিকেল টিম ছিল। শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে দিচ্ছেন কীভাবে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে এবং শ্রেণি কক্ষে বসবে। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড কলেজের শিক্ষার্থী শারমিন সুলতানা সুইটি বলেন, আজকের মতো এত আনন্দ আগে কখনো পাইনি। স্কুল খুলেছে, স্বাভাবিক ক্লাস হচ্ছে, রোলকল করেছেন শিক্ষকরা। র্দীর্ঘদিন পর বান্ধবীদের সঙ্গেও দেখা হয়েছে। যা বলে বোঝাতে পারব না। এদিকে শিক্ষকরা বলেন, দীর্ঘ করোনা মহামারীর পর স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে তাতে স্কুল-কলেজ প্রাণ ফিরে পেয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে। তাই সরকারের এ কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। শিক্ষকেরা আরোও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে ফেরাতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের আসনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে। তারা আরো বলেন, কোনো শিক্ষার্থীর ঘরে কারও করোনা উপসর্গ বা সংক্রমিত কেউ থাকলে শিক্ষার্থীকে স্কুলে না পাঠানোর জন্য অভিভাবদেরকে বলা হয়েছে। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সিরাজুল ইসলাম উকিল (পিএইচডি) বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন। সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুবসহ প্রতিষ্ঠানটি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ বলেন, সরকারিভাবে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যে নির্দেশনা দেয়া হয়েছে আমরা তা মেনে চলবো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আরো সচেতন হয়ে এ করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। পরে অধ্যক্ষ শ্রেণি কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।