বান্দরবানে স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

49

বান্দরবান সদরের কুহালং ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি প্রকল্প ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সিডার সহযোগিতায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করার জন্য ইউনিয়ন পর্যায়ে স্কুল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনকেএস’র নির্বাহী পরিচালক হ্লাসিং নু মারমা।
এসময় খেলায় বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্লব মজুমদার, বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, চেমী ডলুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অংশি প্রু মারমা, বিএনকেএস’র এডমিন এন্ড এইচ আর মুমু রাখাইন, বিএনকেএস’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর উবানু মারমা, সিংচ্যং ম্রো, উবাশৈ মার্মা প্রমুখ।
পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথি বলেন, খেলাধূলা শরীর এবং মন’কে সুস্থ রাখে। শারীরিক সুস্থতার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়া ও কর্মক্ষেত্রের পাশা-পাশি বিনোদনমূলক খেলাধুলার চর্চা রাখার জন্য তিনি সকলে প্রতি আহবান জানান।