বান্দরবানে সাংবাদিকদের মানববন্ধন

37

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বান্দরবান পার্বত্য জেলার কর্মরত সাংবাদিকরা। গত বুধবার বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বান্দরবানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মার্মা প্রমুখ।
এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, যারা এ হত্যার সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, সাগর রুনিসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের রহস্য দ্রুত উদঘাটনে প্রশাসনকে আরোও তৎপর হওয়ার আহব্বান জানান। সাংবাদিক সুরক্ষার জন্য কোন আইন না থাকার ফলে দেশে সাংবাদিক নিধন চলছে। সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, কুপিয়ে হত্যা করছে, প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হাত-পা ভেঙে ফেলছে, গাছে বেঁধে নির্যাতন করছে। অথচ মামলা হওয়ার পরও পুলিশ আসামি খুঁজে পান না। তাহলে কি ধরে নিতে হবে এদেশে সাংবাদিক নির্যাতন-হত্যার বিচার নেই। সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইনের বাইরে রেখে আইনটি সংশোধনও জরুরী বলে মনে করেন সাংবাদিক নেতৃবৃন্দ।