বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের জগদ্ধাত্রী পূজা শুরু

12

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শ্রী জগদ্ধাত্রী পূজা। গত সোমবার বান্দরবান এলজিইডি অফিস সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরের নিজস্ব ভূমিতে এ পূজা শুরু হয়। জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার আরেক রুপ। অগ্রাহায়ন মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা। আর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গাপূজার পরপরই এ পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গত সোমবার প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়, এরপর চলে শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা। এসময় ফুল, বেলপাতা আর নানা রকম ফল দিয়ে করা হয় পূজা অর্চনা। করোনা সংক্রমক রোধে সীমিত আকারে এবারে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পূজামÐপে চলছে গীতা পাঠ, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা। জেলা ও উপজেলা থেকে প্রচুর ভক্তরা এই পূজা দেখতে আসে, কিন্তু এবার করোনা সংক্রমনের কারণে আমরা অনুষ্ঠান সীমিত করেছি এবং মাস্ক ছাড়া কোন দর্শনার্থীকে পূজামÐপে প্রবেশ করতে অনুমতি প্রদান করছি না। গত মঙ্গলবার দশমী পূজা আর পুষ্পাঞ্জলী প্রদান শেষে মহাশোভাযাত্রা সহকারে বান্দরবানের সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতনী ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় এ জগদ্ধাত্রী পূজা।