বান্দরবানে রোহিঙ্গা যুবক আটক

5

বান্দরবান প্রতিনিধি

আলোচিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আবদু নবী (৪০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা ইমাম হোসেনের ছেলে। গতকাল শনিবার দুপুরে এনএসআই-এর সদস্যরা উপজেলার বিছামারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয়। আটক আবদু নবী মহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত ও সশস্ত্র রোহিঙ্গা মুসলিম গোষ্ঠী আরসার সদস্য বলে সন্দেহ করছে গোয়েন্দারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরসার সক্রিয় সদস্য বলে স্বীকারও করেছে। সম্প্রতি রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকান্ডের পর জড়িতদের আটকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে আরসার এই সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিল।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শরীফ ইবনে আলম জানান, আবদু নবী নামে এক আসামিকে নাইক্ষ্যংছড়ি থানা থেকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সে আরসার সদস্য কি-না জানেন না তিনি।