বান্দরবানে রেডক্রিসেন্টের উদ্যোগে মাস্ক বিতরণ

17

বান্দরবানে করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রম রোধে ও সুরক্ষায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিভিন্ন এলাকায় ও পথচারীদের মাস্ক বিতরণ করা হয়েছে। গত রবিবার জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য মো. খলিলুর রহমান সোহাগ, ইউনিট লেভেল অফিসার মো. মোশারেফ হোসেনসহ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ জানান,করোনাসহ যেকোন মারাত্মক জীবানুবাহী রোগ থেকে বান্দরবানবাসীকে মুক্ত রাখতে বান্দরবানের পৌর এলাকায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, বান্দরবান জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হবে এবং এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় আমাদের সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বর্তমান সরকার এই করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে ব্যাপক ভাবে। আমাদের সবাইকে করোনা মহামারির কারণে সর্তক থাকতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের এ সময়টা জীবনযাপন করতে হবে এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।