বান্দরবানে বন্যার্তদের খাবার দিল সেনাবাহিনী

7

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পানিবন্দী হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার জেলা শহরের বালিকা উচ্চ বিদ্যালয় এবং উজানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন পাড়া থেকে আসা ২৫০ জন নারী-পুরুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
গত ২৬ জুলাই থেকে ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের বালাঘাটা, আর্মিপাড়া, মেম্বারপাড়া, বনানী স’মিল, ইসলামপুর, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার ২ হাজারের অধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। এ অবস্থায় সেনাবাহিনী এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে।
এদিকে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি বলেন, ‘চলমান ভারী বর্ষণে নিজেদের বাড়িঘর ছেড়ে আপনারা যে কষ্টে রয়েছেন আমরা তা অনুভব করতে পারছি। এই পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে। এসময়ে করোনা পরিস্থিতির কথা সবাইকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সবাইকে পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।